শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
মায়া জীবন
স্বাতী ঘোষ
তাকে শান্তি দেয় না বিষমতা
তাকে অস্থির করে তোলে
অযুত বিকৃত এবং ভগ্ন ছন্দের ভার
দেওয়ালে পিঠ ঠেকে যায়-
সে খোঁজে সহজকে নিরন্তর
অজস্র কথার ভিড়ে
যখন হারিয়ে যায় উদ্দেশ
সে বিমর্ষ হয় -
জীবন ছড়িয়ে থাকে চারপাশে
বিষ্মৃতির ধুলো মেখে-
হঠাৎ যদি কখনো কুয়াশা রাজ্যের ঘেরাটোপে একটু ফাটল ধরে ; সেই ফাঁক দিয়ে নির্বাক দৃষ্টি দূরে পাঠিয়ে দেয় সে
আঙুলের ভাঁজে তবু জড়িয়ে থাকে এলোমেলো কথারা,
ছিন্ন জল ঝাঁঝি,
হঠাৎ এসে উঁকি দেয় তুচ্ছ আলোছায়া
মায়া - এ জীবনের মায়া জড়ায় তবু --