শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
শকুনের ডানা
সত্যজিৎ মণ্ডল
এখানকার অবস্থা খুব ভয়ংকর।
একে একে চলে যাচ্ছে পরিচিতরা ।
এখানে অক্সিজেনের থেকে বারুদের জোগান বেশি।
তার ঝাঁঝে অকালে ঝরে
পড়ছে অসংখ্য ফুল।
লিফলেটের সঙ্গে বিলি হচ্ছে
শকুনের ডানা।
ভোরবেলায় আর কোনো কাক ডাকে না
পরিবর্তে শোনা যায়
বলো হরি হরি বোল ।
ক্রীতদাসদের রক্তে মাঞ্জা দিয়ে
পতপত করে উড়ছে
ব্লটিং পেপারে তৈরি
জুয়াড়িদের ঘুড়ি।
নিঃসঙ্গ কান্নার শব্দে বদলে যাচ্ছে মানবিকতার মানচিত্র ।
আমরা সবাই চুপ করে দেখছি।
শ্মশানের মৌচাক থেকে মধু খেয়ে তেজি হচ্ছেন
ভূতের রাজা ।
চোপ !
আজ নিশিরাতে এখানে তিনি
শপথ নেবেন।