Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শারদীয়, ১৪২৯

Poems/কবিতা

শোনো বিশ্ববাসী

সীমা দাশগুপ্ত বিশ্বাস


অমৃতের পুত্ররা এ মুহূর্তে উদযাপনে ব্যস্ত৷

রঙিন শেকল তৈরি হয়েছে সহস্র বর্ষ ধরে৷

সময়ের সঙ্গে শুধু রং মিলিয়ে নেওয়া৷

 

আফিমের নির্যাসে

দিনপঞ্জির পাতার শৃঙ্গার৷

বুঁদ হয়ে থাকা

কবে উপবাস,কবেই বা উদযাপন!

 

গোষ্ঠীগুলির দ্বন্দ্ব মেটানো

মহাপাপ৷

দ্বন্দ্ব জিইয়ে রাখতে

ধম্মোকম্মের অবসর বৃদ্ধি৷

শ্বেতশুভ্রা বাগেশ্রী

এখন খিল্লির মন্ত্রে অভ্যস্ত হয়ে গেছেন৷

 

শহিদবেদির মঞ্চে যখন ডিজের

মূর্ছনায় চরাচর সরগরম,

ভিটেছাড়া সত্তরোর্ধ্ব বিপত্নীক বৃদ্ধের কাশির দমকে,বঙ্কিমবাবুর গানের সুরটি শোনা যায় বুঝি৷

 

হারিয়ে যাওয়া নোবেল মুচকি হেসে আরও একবার জয়ধ্বনি করতে বাধ্য হয়....

....অবশ্যই বেসুরে৷