শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
সওদা
সেলিনা খাতুন
দিগন্ত বিস্তৃত স্বচ্ছ নীল আকাশ,
থরে থরে সাজানো মেঘ,
প্রকৃতি সাজিয়েছে পসরার ডালি নিয়ে
যেখানে যাকে যেমন মানায়।
স্বপ্নের ফেরিওয়ালা সওদা নিয়ে হাটঁছে-
বিলিয়ে দিতে তোমার আমার কাছে,
ডালি ভর্তি মানবিক নানা সম্ভার।
ফেরিওয়ালা ফেরি করতে করতে এগিয়ে চলে,
দিক্ হতে দিগন্তের নানা প্রান্তে।
ঝঞ্জ্বা বিক্ষুব্ধ পথ বাঁধ সাধে,
পথ আটকায় নীতি নৈতিকতা হীন জঞ্জাল।
গতির রক্তিমতা উৎসারিত হয়
স্রোতের রক্তাক্ত ফল্গুধারায়।
ক্লান্ত অবসন্ন শরীর পা টেনে হাঁটে,
অস্পষ্ট স্বরে বলে সওদা নেবে সওদা।
ঘোরের মধ্যে জড়িয়ে ধরে মানবিক মুখ।
ফেরিওয়ালার ডালি নিয়ে পথ হাঁটে,
হাক পাড়ে,সওদা নেবে সওদা,
এই ফেরি চলছে কালের প্রবাহে -
জীবনের সেই উৎসের উৎস মুখ থেকে।