শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
লাবডুব
অমৃতা খেটো
দুর্গা-টুনটুনির ছোট্ট ধুকপুক হৃদয়ে
স্টেথো বসিয়ে দেখতে ইচ্ছে করে
কেন ও এত চঞ্চল ও ভীতু–
ওর লাবডুব শুনলে বোঝা যেত
হৃদয়ে সুক্ষ্ম ছিদ্র আছে কিনা...
নিদেনপক্ষে ইস্কিমিক হার্ট ডিজিস থাকলে
একটু সেবা -শুশ্রূষায় ভালো হয়ে যেত,
ওর আছে একআকাশ স্বাধীনতা
মানুষের তাও নেই
একটা ছোট্ট পাখির দু -ডানায় লেগে আছে
রামধনু -রঙা স্বাধীনতার সিলমোহর
উড়ানের কতশত বিস্ময়...
এই মহাবিশ্বের মাঝে ছোট্ট পাখিটা
বড়ো অসহায় তবুও কত সুন্দর_
আমার জলসত্রে তোমার নিমন্ত্রণ রইল
দারুণ চৈত্রে দানাশস্য আর বাটিভরা জল...