Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শারদীয়, ১৪২৯

Poems/কবিতা

ঝুলন

আবীর চট্টোপাধ্যায়


হাঁটতে হাঁটতে পায়ে ব্যাথা ধরলে

মাঝপথেই থামতে হচ্ছে বারবার;

শিশুবেলার ঝুলনকাল থেকে তুলে

রাস্তার মোড়ের পুতুল ট্রাফিক পুলিশ এনে,

এবার থেকে পকেটে রাখবো ভাবছি;

সুবিধামত পথে বসিয়ে শহর,

দেশজুড়েই ঝুলন হয়ে

দশকের পর দশক ধরে;

পুতুলগুলো খায়ে দায়, দু চারটে কথাও বলে,

সবই শেখানো কিন্তু তাতে কি-

পাল্টা আমিও বসাচ্ছি ট্রাফিক পুলিশ

যেখানে যেমন চায়,

আকারে খুব ছোট ব'লে

সবার চোখে তেমন পড়ছে না।