শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
নীলচাঁদ
অমল কর
বহুদিন পর আগল খোলা পেয়ে
দরজার প্রান্তরে শঙ্খডাক দিয়ে
কুঞ্জে এল তাতাথিয়া দীপ্ত-দিন
চঞ্চল জেগে ওঠল গৃহকোণ
ঘরময় ছড়ানো কত থেমে যাওয়া সময়
মৃত মাছের মতো কত যে বিপন্নতা
কত যে গৃহ-বাড়ির চাঙড় ভাঙার শব্দ
কত যে কবিতার আসবাব,হাড়গোড়
কত যে গূঢ় স্বরলিপি
কত যে নিষ্ফল পরিণতি
বিকেলের নরম রোদ
শিউলির ডালে ডালে কথা বলে যায়
ওই দূরে সুরে সুরে ডেকে যায়
কত নাম না-জানা পাখি
আলোটুকু কিন্তু ফুরাচ্ছে না
হাহাকার সরিয়ে রাখি, অবসাদও
মোহনবাঁশিতে বেজে ওঠছে
তা-তিনি তা-তিনি তিনি ...
ভাদ্রের ভরা পূর্ণিমায়
নীলচাঁদ মায়া ছড়াচ্ছে চরাচরে।