শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
কথোপকথন
শংকর ঘোষ
তোরা পামর ক্ষুদ্র জীব সাধারণ দিন গুজরানোতে
আমি অনন্য সর্বময় কর্তাহমিতি মন্যতে
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি স্থিতি লয়
যথেষ্ট হয়েছে যথেষ্ট রয়েছে দেবো ধ্বংসের ভয়
কাব্য ছেড়ে গদ্য রাজ্যে দেবো তোদের পুরে
পাখির শিস খুশি ও গীত যাবে কোথায় উড়ে
* * * * * *
দোলনা ঘুরছে বৃত্ত আকারে নীচ থেকে ওপরে
ওপরে গিয়ে স্পর্শ করেছো বিচ্ছিরি অহংকারে
হবেই পতন আজ নয় কাল হবে তুমি ইতিহাস
ফিরে ফিরে আসা মহা লিখনে তুমি তুচ্ছ দাস
অহংকারবিমূঢ়াত্মা তাই বুঝি একথা বলো
মাথা নত করে যদি পারো বন্ধু মানুষকে নিয়ে চলো