শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
অনামী মানচিত্র
মনোজ দাস
সে ছবি আঁকতে পারে
ভিন্ন ভিন্ন, অন্য রকম, অবিকেল মানুষের ছবি;
মুহুর্ত-মানুষের এক এক মানুষ - পরিক্রমা।
মরার ছেদ থেকে জন্ম জমান্তর জীবন কীর্তন।
জীবনের সমতল উপত্যকা, নিম্নভূমি, অগ্নুৎপাত,
ভূমিকম্পক্ষত মালভূমি, রুখা রাঢ়দেশ,
হাবড়ের বধ্যভুমি, ম্যারাথন পরিযায়ী পালা,
দরাজ শ্রমফেরি দরজায় দরজায়,
সোহাগ ও সপ্নঘেরা ঘর, ক্ষুদিত-পাষাণ চোরা শোক,
ক্ষুধাসার শিশুকান্না, বিচারের ভেদবমি
স্তব্ধ চেতনার, জগদ্দল পাথরে পাথরে।
শত বিপর্যয়,চোরাস্রোত তবু অবিরত পথ চলা,
পালাগান,জীবনের পাড়ি। মানুষের ছবি আঁকা,
ক্রমোন্থিত অন্তরের,ভালোবাসার,
অবিকল মানুষের গান। বিকলাঙ্গ থেকে পূর্ণাঙ্গ, সুপ্তোত্থিত।