Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শারদীয়, ১৪২৯

Poems/কবিতা

একলা মেয়ে

নন্দিতা কর


তুমি একটা একলা মানুষ

বুঝলে মেয়ে তোমার জীবন

শুধুই জেনো জলের রেখা।

 

রূপটি তোমার কিংবা শরীর

ভাবছ বুঝি অরূপরতন

স্তুতির ভারে বাড়ছে শুধুই

প্রতিচ্ছায়া ।

 

বাঁচতে কি চাস‌?

ওমেয়ে, তুই হয়ে ওঠ মা

কালবোশেখীর

বিজলী মেঘ

ঝোড়োহাওয়া ।

 

কাজল চোখের আগুন মুখের

আমন্ত্রণে

দে পূড়িয়ে যা কিছু সব

অসৎ চাওয়া ।

 

পরে না হয় বৃষ্টি আসুক

সে বৃষ্টিতে ধুয়ে যাক সব

আবিল যত কড়া নাড়া ।