শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
আত্মকথন
সত্যসাধন দাস
গরিব তোমায় কে দেয় কিছু
কে দেয়গো আশ্বাস !
বুঝতে পারো তুমি কি ঠিক
আছে কি বিশ্বাস ?
মহান হতে ফি - বছরই
যারা করেন দেখা
তাদের তুমি নাম কি জানো
হয়কি আবার দেখা।
হঠাৎ কেন এসব কথা
কবিতা হয়ে আসে
দুঃখী জীবনযন্ত্রণাময়
ছন্দ কথায় ভাসে।
কথাতো দেয় অনেক মানুষ
বলেন পাশে আছি
পঞ্চাশটি বছর গেল
বুক চাপড়ে বাঁচি।