Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শারদীয়, ১৪২৯

Poems/কবিতা

জলে জঙ্গলে

উদয়ন ভট্টাচার্য


এতগুলো পূর্ণিমা অমাবস্যা তিথি

নিঃশব্দে চলে গেল

আর সব ব্যস্ত মানুষের মধ্যে আমি

ধর্মবকের মত বসে আছি,

কেউ দূর থেকে হাত নেড়ে চলে যাচ্ছে

কেউ লোভনীয় খাবার দেখিয়ে

নিজেরাই খাচ্ছে।

ক্ষুধার্তকে কি খাবার দেখানো ঠিক?

এইসব লুকিয়ে রাখা টাকা সোনা-দানা, কুবেরের ধন কি বারুদের স্তুপ নয়?

 

ঝঞ্ঝা বিধ্বস্ত শহরের চারদিকে ছেঁড়া ত্রিপল

অভুক্ত নরনারী, সম্ভার জলের তলায়

এর মধ্যেও খাদ্যসামগ্রী গোপনে চলে যায়

এর ঘরে তার ঘরে

 

সতত সমর্পণে রোহিঙ্গাদের প্রতি আমার

মায়া বিভ্রম অটুট থেকে যায় জলেজঙ্গলে

 

জীবনের রোদ্দুর ছায়া হয়ে আসে।