শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
ভাগাড়
বীথি কর
বহুদিনের অভ্যাস বাজপাখির ঠোকর খাওয়ার,
রক্তাক্ত করে ক্রমান্বয়ে শরীরের মাংস তুলে নিয়ে যায় ঠোঁটে।
বাধা দিতে পারি না কারণ একই গৃহে বসবাস,
কোনোক্রমে হাততুলে প্রতিহত করার চেষ্টা করি।
অসহায় লাগে তখন, যখন হাতের কাছে তীক্ষ্ণফলা থাকা সত্ত্বেও
বুকের কাছে বিঁধিয়ে দিয়ে প্রতিশোধ নিতে পারি না।
কারণ শিশু বাজপাখিটিকে কোনো একদিন
আমিই তুলে নিয়ে এসেছিলাম এক ভাগাড় থেকে।
মায়ায় অমানুষ যে মানুষ হয়ে ওঠে ধীরে ধীরে,
সেটা একদিন আমার বাজপাখি বুঝবে, এই আশায়।