শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
ফ্লাক্স
কঙ্কণ সরকার
সংকীর্ণ গিরিপথ বেয়ে নেমে আসে
প্রাচীনপ্রবাদ
এখনো কি প্রয়োজন আছে এমন স্বভাব ;দীর্ঘশ্বাসে
ভেসে যাবে বাদ-প্রতিবাদ!
নিশ্চল নিরাবরণ এমনপ্রকার
পোশাক-পরিচ্ছদ ঘরবাড়ি অলংকার
আচ্ছাদিত করে রেখেছি নিজেকে
এখন সংগ্রহে দেখি আমি নিজেই নেই
কখন গিয়েছি চুকে
সংকীর্ণ দেয়ালে টাঙানো ছবির মতন
কে চাইছে এমন গতায়ুবর্তন
ফ্লাক্সের ভেতরে রাখা কিছু উষ্ণপ্রহর
তাকে দিয়ে হিমযুগে করা যাবে