শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
শ্রী শ্রী ব্রত
মিহির মিত্র
কাউকে বেকার রাখব না আর এই করেছি ব্রত
তাইতো কাজের ভাগ করে দিই আমি শ্রী শ্রী ব্রত।
মেধা তো নেই তাই বলে কি থাকবে ওরা বেকার?
আমি মাথায় হাত ছোঁয়ালে ওরাই হবে সাকার।
মানুষ শুধু নয়তো মোটেই, বালি পাথর মাটি
ওরাই বা কি দোষ করেছে ? ওরাই হল খাঁটি।
দেশের মাটির 'পরেই করি আমার মাথানত
দেবই এদের সঠিক মূল্য – আমি শ্রী শ্রী ব্রত।
পুঁজি-পাটার নেই প্রয়োজন, না-থাক কারখানা
এমন লাভের ব্যাবসা করে দেখাও তো একখানা।
কয়লা ধুলেও ময়লা যায় না তাই সবার মতো
নিজেও ছুঁইনা দূরে পাঠাই - আমি শ্রী শ্রী ব্রত।
গোরুর মতো নিরীহ প্রাণী সে –ও যদি পায় গতি
তোমরা শুধুই চ্যাঁচাও কেন, কার করেছি ক্ষতি ?
আসলে কেউ বুঝল না তো করে আমার মতো
বুঝলে দিত জয়ধ্বনি আমায় – শ্রী শ্রী ব্রত।