শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
মৃত্যু তো রয়েছে কাছে
অনন্ত দাশ
মৃত্যু তো রয়েছে কাছে কিন্তু তার কোথায় কতদূরে
খুঁজেও পাইনাতা কে জীবনের আরক্তযাপনে
এদিকে শহরজুড়ে প্রতিদিন মিছিলের সারি
প্রতিবাদ ফেটে পড়ছে মৃত্যুনেই এখন মননে
নিদ্রাহীন আছি তাই কিভাবে কাটাব অন্ধকার
কিটদষ্ট এই রাষ্ট্র জ্বেলে আছে দাঙ্গার প্রহর
বড়ো অসহায় লাগে মনে হয় ভাসছি মহাকাশে
ক্ষোভ আর আর্তি নিয়ে জেগে আছে আমার শহর
কঠিন জীবন নিয়ে বেঁচে আছি বড়ো দীর্ঘকাল
মানুষের দীর্ঘশ্বাস প্রতিদিন গায়ে এসে লাগে
পরবাসী নই আমি এআমার স্বদেশ স্বভূমি
অধিকার নিয়ে তাই আজও আমি আছি পূর্বভাগে
আশি পার হয়ে ভাবি মৃত্যুতো রয়েছে খুব কাছে
স্বপ্নের ভিতরে দেখি সূর্যমুখীফুল ফুটে আছে