Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শারদীয়, ১৪২৯

Poems/কবিতা

সহবাস

নন্দিনী সরকার


বিশ্ব যদি দেয়গো ফাঁকি কুটিলতার জয়

কবিতা তোমায় সঙ্গদেবে দূরকরে সব ভয়

 

মাথার ওপর ছাতাগুলো সরবে এক এক করে

কবিতা তোমার সঙ্গীহবে রাখবে প্রাণেধরে

 

প্রতিদিনের হাজার চিত্র চোখে ছবি আঁকে

মনেরকথা আকুল হয়ে কবিতাতেই ফোটে

 

আশেপাশে হাজারজনের ব্যস্ততার ভীড়ে

মননাও যে ভেসে চলে কবিতানদীর তীরে

 

কঠিন গদ্য নিত্যকালের ঝলসানো সে রুটি

তবুও বাঁচি কবিতাতে পায়েরতলায় মাটি।

 

ছন্দ ভাবের আদানপ্রদান পাগলভাবে বিশ্ব

বোমাগুলি ঢাকছে শিশুর মধুর কলহাস্য।