শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
আমাদেরই এসব মানায়
বিউটি পাল
আমাদেরই এসব মানায়
আমরাতো জানোয়ার নই
আমরা মননশীল বুদ্ধিজীবি
স্বপ্নজীবিও----
আমরাই পারি ---
যার হৃদয়ে উপচানো ভালোবাসা পান করে
বেঁচে থাকতে শিখি
তাকেই রেখে আসতে দূর
কোনো মফস্বলের বৃদ্ধাশ্রমে।
আমরাই পারি
যার আঙুল ধরে সূর্যওঠা নিশিন্তভোরে
শিক্ষার আলোয় স্নান করি
ন্যুব্জদেহ তারই হাতে
ভারী বাজারের ব্যাগ তুলে দিতে।
আমরাই পারি
নিজের পিঠকে অন্যেরচোখ থেকে বাঁচিয়ে
চাপড়ে চাপড়ে বলতে, সাবাশ! সাবাশ!
এইনা হলে মানুষ
আমরা তো জানোয়ার নই।
আমাদেরই এসব মানায়