শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
নীলকান্তমণি
নীরেন্দু হাজরা
বৈশাখের তপ্ত মনযন্ত্রণায় যবে
গান খুঁজে পথেপথে মনের মুকুরে
স্বপ্নের সুন্দর দেশে কত সুরঝরে
একটি নামের গুণে।কোথা মন কবে__
নীলকান্ত হৃদয়ের নীলমণি হবে
চেতনার দ্যুতি যেন কত
প্রাণভরে
মহাকাল কথা বলে অতি চেনা সুরে
দেশে দেশে যুগে যুগে ব্যথা যেথা রবে।
সেথায় জেনেছি আমি হৃদয়ের পর
সোনার ফসল তুমি ধরিত্রীর ধন
উদ্ভাসিত গন্ধ যার যুগ-যুগান্তর
রুক্ষ্ম খাঁখাঁ প্রাণে তাই জেগে ওঠে কোনো
বৈশাখের জ্বালা নয় সুরের রণন
চেতনার অগ্নিসম ভরে ওঠে মন।