শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
চলে আজও খেলা
নির্মলেন্দু শাখারু
জাতপাতের অংকে আজও চলে খেলা
অথচ আমরা নিজেদের হাজির করি উদারমনা ও প্রগতিশীল লোক হিসেবে--
আসলে কি তাই
কথায় কথায় উঠে আসে অহংকারের স্পর্ধা।
ঘৃণাভরা চোখে, ইয়ার্কির ছলে উচ্চারিত হয় চাঁড়াল, নমোশুদ্দুর শব্দটি।
আড্ডাখানার খোরাক হয়
ভদ্রজনের আলোচনা।
প্রশাসনের শিখরে কেউ
এলে মেনে নিতে চায়না তারা।
অযোগ্যতার তকমা বেঁধে দেয় এক নিমিষে।
যতই 'একলব্য' হও তুমি--
গুরুদক্ষিণা সেই বৃদ্ধাঙ্গুষ্ঠ।
সত্যি সেলুকাস বিচিত্র এই দেশ!