শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
ভারসাম্য
আবীর চট্টোপাধ্যায়
ওর নিখোঁজ শ্বশুরকে অবশেষে পাওয়া গেছে,
যুদ্ধরত,
আমাদের কাজের মেয়েটার বাড়িতে
আজ শান্তি;
কাছাকাছি মেন্টাল হসপিটালে শেষ পর্যন্ত
লোকটার জায়গা হয়েছে;
সেদিন যুদ্ধ পরিস্থিতি ভাল ছিল না,
ভিতর থেকে প্রবল অভিমান
স্ত্রী পুত্র পরিবার অভাব আর ত্রাণ পেতে পেতে
শান্ত থাকতে থাকতে লোকটা যুদ্ধে নামলো
সেদিন থেকে আজ পর্যন্ত আন্ডারগ্রাউন্ডে -
ভাবতে ভাবতে এইসব পুরনো কথা
দুর্বল হয়ে ধরা পড়ে গেল লোকটা;
বাড়ি থেকে এখন হসপিটালে স্থানান্তরিত
পরিবার তার তদন্ত সম্পূর্ণ করেছে ইতিমধ্যেই,
তাই তারা কাস্টোডি চাইল না আসামীর;
তবে হেরে গেলেও
লোকটা তখনো যুদ্ধরত, ময়দান ছেড়ে যায়নি,
তখনো সেই একই যুদ্ধ পরিস্থিতি,
শ্রেণির বাকিরা যখন গাড়ি চালানো শিখছে
গণতন্ত্রে ভারসাম্য প্রতিষ্ঠার সংগ্রামে
অংশ নিচ্ছে আর, দেদার ফটো তুলছে।