শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
দগ্ধের প্রতি
কৃষ্ণ মিশ্র
সে রাত্রে কি বমি পেয়েছিল?
অথবা বিপুল বিবমিষা?
মৃত্যু যন্ত্রনা তো কবি কতো বারবার
তুমি শান্ত সমাহিত বহু আর্তরবে
একদিন অনায়াসে অস্ত্র নিয়ে নির্মম হৃদয়
রক্তস্নান সেরে এসে গেন্ডুয়া খেলেছো
কোন আগুনের তাত আজ এসে স্পর্শ করে গেল
এখনো বসন্তে লাল বনে বনে সুদীপ্ত পলাশ
তারি রক্ত লেগে আছে আজো ওষ্ঠা ধরে
সত্য বলবার জন্য সোচ্চারে সবেগে
নিজেরও বিপক্ষে কবি নিতে হয় ভূমি
অক্ষমের বিড়বিড় সময়ের পল
লজ্জাবোধ? দগ্ধ লাশ দেখে!
কারো জন্য কাব্য নয়, কাব্যছলে শোকবার্তা এটা
শৌখিন মজদুরি মাত্র, স্তোক লিখে দিলে
একি শুধু হাত ধুয়ে ফেলা?
এ রৌরবে মৃত স্বপ্নদেশে.......
রাজান্নের উদ্গার ঠেলা দেয় এসে
অন্নদাস প্রতিবাদী হয় না কখনো।
এ রৌরবে মৃত স্বপ্নদেশে.......