দ্বিতীয় বর্ষ
Poems/কবিতা
স্খলন...
চন্দন দাস
যে ফুলটা ফুটলো না আজ
কুঁড়ি হয়ে কালের আশায়!!
হঠাৎ করেই ঝরলো সেও
রঙ বাহারি রং তামাশায়।।
সেও বুঝি ভাবছিল আজ
কালের ভোরে উঠবে জাগি!!
তাঁর ভাবনা হঠাৎ ধূলোয় মিশে
হাত জোড়ে প্রাণ ভিক্ষা মাগি।।
বুঝি ফুটতে চাওয়াই দোষ ছিল তাঁর
তাই ঝরতে হলো আগের রাতে!!
তোমার-আমার যায় না কিছু
তাই দিই প্রাণ ভরে টান গঞ্জিকাতে।।
কাটলে নেশা পাই না দিশা
পড়ে ডোবা কিংবা খালের পাড়ে!!
মানব নেশা হ্রাস পেয়েছে
এখন ধর্ম নেশা বেজায় চড়ে।।
কে কার কবর খুঁড়ছে বসে
কে কার চিতায় জ্বালছে আগুন!!
কেউ রাখি না কারোর খবর
কার কি ভাবে কাটছে ফাগুন।।