Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

দ্বিতীয় বর্ষ

Poems/কবিতা

দহন

স্বপন নাগ


বহুদিন পর সে আয়নায় তার প্রতিবিম্ব দেখল।

দেখল, সে আমূল বদলে গেছে।

সেই নাক চোখ মুখ অন্য কারোর,

অন্তত তার নয়।

 

প্রগাঢ় ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্নে মানুষ

যেরকম চমকে ওঠে,

আয়নার সামনে দাঁড়িয়ে বহুদিন পর

সে নিজের মধ্যে আরও একজনকে

আবিষ্কার করে চমকে উঠল।

 

আয়নার সামনে দাঁড়িয়ে সে হাসল,

প্রতিবিম্ব হাসল না।

অন্তত প্রতিবিম্ব যেরকম আচরণ করল --

তা ঠিক হাসি নয়।

তার কাঁদতে ইচ্ছে হল ভীষণ

কতদিন সেভাবে সে কাঁদতে পারেনি !

 

অমল কান্নায় তার দৃষ্টি ঝাপসা হয়ে এলে

সে দেখল আয়নার সামনে থেকে

সেই অচেনা-অদেখা মানুষটি ক্রমে বিলীন হচ্ছে

অবিরাম দহনে যেমন সাদা মোম

গলে গলে নিঃশেষিত হয় !