দ্বিতীয় বর্ষ
Poems/কবিতা
ছোট হতে হতে
অঙ্কুর রায়
ছোট হতে হতে পৃথিবীটা বুঝি
ধরে যায় এক মুঠিতে
দূরে দূরে গেছে যা যা কাছে ছিল
আলোকবর্ষ দূর ছুটিতে ।
পৃথিবীটা এত ছোট হয়ে গেছে
ছোঁয়া যায় সব হাত বাড়াতেই ,
আমার ভুবনে তাই একা একা থাকি
খুশি বেশ একা থাকাতেই ।
পৃথিবীটা এত ছোট হতে হতে
মানচিত্রও ছোট ছোট ঘর ,
পরিচয়ও যেন কুচি কুচি হয়ে
মানুষই হয়ে গেছে পর ।
পৃথিবীটা ছোট হয়ে গেছে এত
তবু মানুষের নেই সেতু ,
ঘর ভেঙে ভেঙে ছোট হওয়াটা কি
সব সেতুহীনতার হেতু ?
ছোট হতে হতে পৃথিবীটা বুঝি
ধরে গেছে এক মুঠিতে ,
নির্জন হতে হতে কোন সংলাপই নেই
একা আমি আর তুমিতে।