দ্বিতীয় বর্ষ
Poems/কবিতা
মুদ্রা
মৌমন মিত্র
কোলাজ মুঠোয়
বলিরেখা বরাবর
নিপুণ ছত্র রেখে গেছে
ত্বক না মুদ্রা বেশ?
একত্র আঙুল
কাঠবাদাম ঠুকরে
য-ফলা ছোঁয়
মূল ছন্দ, তাল
ইহজন্ম ইচ্ছামতী
ছেঁড়া কাঁথার সুতোয়
স্নান করতে করতে
সংখ্যা: তিন বা অন্তহীন
বৃত্তাকারে ছুট ছুট
মুখোমুখি বর্ণ
পাখি ফেরা নিরুদ্দেশ
যে যত দূর
আড়াআড়ি চলে
দেহের উপর
নীচে বিষ্ণুর চোখ, মণি
মেঘ পল্লবী
কাহারবা
লয়
শূন্যের তর্জনী