Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

প্রহেলিকা, ২০২৩

Poems/কবিতা

লজ্জা

ঝুমা সরকার


এখন প্রায় সব দিনই লজ্জার

রোজ নতুন পরিকল্পনা নিত্য নতুন আঙ্গিকে

সর্বোচ্চ সর্বোত্তম হবার লক্ষ্যে

বিচারের দরজায় ধরণা দিতে শিক্ষক যখন পথে

বাক স্বাধীনতায় যখন কড়া চাহনি

ভাষাকে বাঁচানোর উদ্দেশ্যে আন্দোলন, লড়াই

তখনই লজ্জা তো আমাদেরই

 

মনুষ্যত্ব আজ খুবই ছোটো শব্দ

এক সময় খালি পায়ে, প্রায় খালি পেটে

অস্তিত্ব বাঁচিয়ে রাখার সৈনিকেরা

আজ ইতিহাসের পাতাতেও ব্রাত্য

আধুনিক সভ্যতা প্রায় সবদিক থেকেই নগ্ন আজ

বর্তমানে ইতিহাসের ধারক বাহকের সর্বাঙ্গে কর্দমাক্ত

অন্ধকারে এদের অবাধ যাতায়াত

সত্যি আজ বড়ো লজ্জার দিন

 

জীবন থেকে মৃত্যু সবটাই টাকার চক্রব্যূহে বাঁধা

অর্থের দাঁড়িপাল্লায় চলে সুখ দুঃখের ভাগ বাটোয়ারা

ক্যালেন্ডার বদলে গেলেও বদলায় না গরিবের খিদে

সত্যিই এইদিন বড়োই অন্ধকারের

তাই আগামীর প্রভাতকে আলোর দিকে ফেরাতে

প্রতিবাদের হাতে হাত রেখে

জ্বালিয়ে তুলতে হবে বিদ্রোহের মশাল