প্রহেলিকা, ২০২৩
Poems/কবিতা
কখন পড়বে মেনুচার্ট
তারাশঙ্কর দে
চৈতন্য হলেই সূর্যমুখী ফোটে
শুদ্ধস্নান সেরে আচমন করে
কাঠামোয় খড় বাঁধতেই
তাল তাল মাটি,
চক্ষুদান হতেই
তুলি আর রং
তুলে ধরে মৃন্ময়ী রূপ ।
চৈতন্য হলেই
সংকোচ গোপন থাকে না,
পর্দা টানতেই
নির্মেদ মেঘ চৌকাঠ পেরোয়,
ঋজু শিরদাঁড়াটা
বন্ধক রাখতে নেই
তবেই সময়ে পরিযায়ী পাখিরা
নেমে আসবে মনের ঝিলে ।
চৈতন্য হলেই ভোর হয়
জেগে ওঠা চরে
ঘর বাঁধে ভালোবাসা ,
বসন্ত ডাক দিয়ে যায়
চন্দন চর্চিত এলোকেশীর
কপালে সিঁদুর দান করতেই
বুভুক্ষু মানুষেরা পাত পেতে অপেক্ষায়
কখন পড়বে মেনুচার্ট ।