Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

প্রহেলিকা, ২০২৩

Poems/কবিতা

দেখা

কৃষ্ণ মিশ্র


চক্রবাকী, তুমি কোন অজানা তারার

আলো ঘেঁষে অন্ধকারে উড়েচলেগেছ

আমি এই পর্বতের উপল বিষমে

সেই দিগন্তের পানে চেয়ে

রাতভর অলকানন্দার তীরে জেগে বসে আছি

দূরে, অনিশ্চিত অন্ধকারে পাদপের শাখায় পাতায়,

ভয়ে ক্ষোভে আশঙ্কায় আঁখি মেলে আমাকে দেখেছ,

আমি মুগ্ধ চোখ মেলে অপরাহ্ন আলোয় দেখেছি

তোমার গায়ের গন্ধ চিনে চিনে চক্রবাক ডেকেছে তোমাকে,

সগন্ধ পালক ফেলে শীতের শিশিরে তুমি উড়ে চলেগেলে

সাইবেরিয়ার থেকে দক্ষিণ পশ্চিমে

তোমার আরব্ধ যাত্রা,অন্য সরোবরে

মনে মনে আমিও গিয়েছি ওই পথে,

যুগান্তের সীমানায় অনন্তের মাঝে তবু

আমার যে মুগ্ধচোখ তুমি দেখেছিলে

সেই দেখা এক মাত্র একবার এই মহাকালপর্বে ঘটেছিল -।।