প্রহেলিকা, ২০২৩
Poems/কবিতা
সীমারেখার ওপার থেকে
সন্দীপ জানা
দাঁড়ালে এসে মানচিত্রের সীমারেখায়
এপার-ওপার নিষেধের কাঁটাতার, নিষিদ্ধ পারাপার
শোনে না যে পাগল হাওয়া নিষেধ বারণ
আগল খুলে সে ঢুকে পড়ে আমার ঘরে
ওপারের মেঘ এসে ধুয়ে দিয়ে যায়
আমার ক্লান্তি যত
তুমিও তো হতে পার ওই মেঘ বৃষ্টি হাওয়ার মতো
প্রদীপ হাতে নিয়ে কাটছে কাল-মহাকাল
রাতের প্রহর জাগে সীমানার প্রহরী
বাড়ছে রাত, গভীর নিকস অন্ধকার
নিভু নিভু আলোয় না-বলা কথাদের
ফিসফিস, কানাকানি
হঠাৎ যদি নিভে যায় সব বাতি, ডুবে যায় চাঁদ
এক পক্ষ কাল যদি সূর্য না ওঠে-
সারা পৃথিবী জুড়ে রাত্রিকাল
তখনও কি আগলে থাকবে তুমি
সীমানা নামের কাল্পনিক বিভেদ রেখা