Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

প্রহেলিকা, ২০২৩

Poems/কবিতা

প্রেম

বিপ্লব গঙ্গোপাধ্যায়


ভালোবাসা, কতটুকু তার স্থায়ীকাল?

 

বিদ্যুৎচমক

 

যে মুহূর্তে আলো ফোটে

 

যে মুহূর্তে সরে যায় আঁধার আড়াল

 

এক পলকের গায়ে

 

চিরজীবীতেষু তুমি

 

হে অনন্তকাল।