প্রহেলিকা, ২০২৩
Poems/কবিতা
পবিত্র উদ্যান
সোমা লাহিড়ী মল্লিক
এসো হাত ধরি, এগিয়ে চলি
ভালোবাসার শতহাত প্রসারিত করি,
জীবনের আর -এক নামই যেখানে ভালোবাসা
সেখানে এলে কেউ ফেরার কথা ভাবে না।
এখানে গাছে গাছে ভালোবাসা ফলে,
একহাতে নিজের মুখ ঢেকে রাখে না কেউ,
প্রেমোদ্যান বলতে পারো তুমি,
আমি বলি পবিত্র উদ্যান।
কোনো কলুষতা নেই এখানে,
একবার এলেই ভুলে যাবে যন্ত্রণা
পবিত্র বৃক্ষে ফলে আছে প্রেম ফল।
এসো আর একবার হাত ধরি,
এসো বাস করি পবিত্র প্রেমে,
প্রেমোদ্যানের পবিত্র স্পর্শে বাঁচি, এসো।