প্রহেলিকা, ২০২৩
Poems/কবিতা
মা
ফারুক আহমেদ
বেদনার আকাশ জুড়ে মায়ের মুখ
মানুষ নয় মানুষের মতো মুখ ভেসে আসে
বেলা অবেলায় এ কোন আত্মশুদ্ধি?
ভালবাসা পরীর মতো রাজকন্যা
ঘুম নায় ঘুমের মতো একটা নতুন সকালের ডাক
নাম না জানা পাখির কলরব শুনতে পাওয়ার প্রতীক্ষায় থাকি৷
পিউকাঁহা পাখির ডাকে
ভোরের ভালবাসার চাদর জড়িয়ে
মা কি আর কখনো আসবে না?
বেদনার আকাশ খুঁড়ে
সাড়ে তিন হাত জমিনের যোগ্য হতে ছুটে চলেছি।
বিরামহীন কর্মযজ্ঞে দুটো চোখের ইশারায়
আজও খুঁজে ফিরি মায়ের মুখ।
বিবেকহীন মানুষের জন্য প্রকৃতি বুমেরাং।
ইতিহাস হওয়ার দৌড়ে মায়ের আর্শীবাদ।