প্রহেলিকা, ২০২৩
Poems/কবিতা
ঘাতক সময়
অনিমেষ রায়
শাসনের শোষণে ঘাতকদের সময়ের বলি ভবিষ্যৎ প্রজন্ম।
শিক্ষাবলয়ে ক্যানসার এখন,
আগামী সম্ভাবনারা শিকার
সামাজিক অবক্ষয় আর পচনধরা
ক্ষমতলোভী শাসনের।
তেল জলের উপর ভেসে থাকে,
আবাস যোজনার চুরি বাটপারি,
ধরতে বেশি যোজন যেতে হয় না।
গণতান্রিক রাষ্ট্রের সাংবিধানিক সংজ্ঞায় রাজনীতির মানে,
এখন শ্রাদ্ধের আলোচালের পিণ্ডি।
তাতে চটকানো দুর্নীতি
জোচ্চুরি জালিয়াতি।
সমাজ বদলের সময় এসেছে,
এই অবস্থা আর অবস্থানের
দূষণ মুক্ত সমাজ গড়ার।