প্রহেলিকা, ২০২৩
Poems/কবিতা
হৈমন্তিক
লিপিকা চট্টোপাধ্যায়
নৈঃশব্দ্যের অশ্রু ফোঁটা
শিউলির মতো ঝরে পড়ে
পাথুরে জমিতে।
অক্ষাংশ দ্রাঘিমা ঘেরা
মনের ভূগোল
ভিজে যায় বুকের জখমে ।
কুয়াশার নরম ভাষাও ধীরে ধীরে
ক্ষয়ে যায় মুহূর্ত পেরিয়ে ।
ভালো থাকার নির্ভেজাল লোভ
নিভে যাওয়া তারার মতন
অনির্দিষ্ট দূরত্ব মেনে
পার করে রাত্রির টান ।
হৈমন্তিক জীবনের স্বাদে
হলুদ পাখিটিও ছুঁতে চায়
মঞ্জরির প্রাণ ।
দুটো পথ এক হলে
জলধারা এসে মেশে যদি
তাকে বলি আলো ঢেউ,
তাকে বলি দিনান্ত নদী ।