Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

প্রহেলিকা, ২০২৩

Poems/কবিতা

ধনধান্য পুষ্পে ভরা

প্রদীপ চক্রবর্তী


ভাদরে আদর-মিছিলে লাঠিগুলি রক্ত মাখছি

ত্রাণশিবিরে নিবিড় প্রান্তিক থাকব থাকছি

আকাশগাঙে ঢেউয়ে ঢেউয়ে মেঘের নাও আঁকছি

অল্পদেখা কল্পকবি কিংবদন্তি

আকচা আকচি

ম্যাও দেখা ভ্যাবলা সময় ডাকে_

সব রাখছি

 

যত ভাগাও_পা ডোবানো শিকড় জমিনে

লাট্টু দেব লাটাই ছক্কাও_কুচিসুখ স্বস্তি কিনে

কই পালাও অদিনে যাত্রা জমবে কি তুমি বিনে

সর্বজয়ার স্বপ্নডাঙা ডুবে যাচ্ছে ঋণে ঋণে

 

চলে গ্যালো ছবিওয়ালা রংবেরং সাঁতরায়

আছো

চোখমুদে দিবাস্বপ্নে দিন ভাবালু

অতিমাত্রায়

কল্কেয় ধোঁয়া ফুটোফানুস ছেঁড়াদেশ কাতরায়

স্বপ্নভারত বুক চিতিয়ে বাপুজির পদযাত্রায়

চুরি ভুরিভুরি খোঁড়া দেশ

অন্ধের পকেট হাতড়ায়।।