Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

প্রহেলিকা, ২০২৩

Poems/কবিতা

কবিতার মুখ

নীরেন্দু হাজরা


নিজেকে নিজের মধ্যে ডুবে যেতে চাই

হৃদয়ের আরো কাছে শিকড় আঁকড়ে

কে আমাকে ধরে রাখে কবিতার বুকে -

যেভাবে দুর্বার রূপ স্নিগ্ধ, মামাটিতে

#

নিজেকে লেখার মধ্যে ধরে রাখো শব্দে,

ছন্দে এবং বড়ো বেদনায় অন্তহীন

সৃষ্টির প্রকাশ হোক আত্মার স্পন্দনে;

মৃত্যু ফিরে যাক আপন নিলয়ে

#

জীবনানন্দের বাঙময় নীরবতা

কত যে আমাকে ঋদ্ধ করে,

আমি ভুলে যাই আত্মস্থ জীবন

সেই দেখা, আমৃত্যু কবিতার মুখ