প্রহেলিকা, ২০২৩
Poems/কবিতা
আবাহন
শশাঙ্কশেখর অধিকারী
পেছন থেকে কে যেন বলে উঠল
দাঁড়াও
আমি থমকে চোখ তুলে তাকিয়ে দেখি
আকাশের আলোয় খেলা করছে শরতের মেঘ
তার ছায়া লুকোচুরি করছে ঝিলের প্রতিবিম্বে
বনের শাখায় পাখির গান
শৈশবের গন্ধ মনে পড়ে
এখন সময় ক'টা কে জানে
ঘড়ি নেই কাছেপিঠে
অথচ এক ঝাঁক পানকৌড়ি
নির্ভেজাল আনন্দে ডুব সাঁতার দিয়ে চলেছে
পথের ক্ষত দাগ মুছে গেছে
চারপাশে মৌরি ফুলের ঘ্রাণ
আর হলুদ সর্ষের ক্ষেত
ধান শিষের মাথায় এক টুকরো শিশির হাসি
দূরের ছায়াঘন লাল কাঁকরের উপর
গড়িয়ে পড়ছে সময়ের অশ্রু
জলের শরীরে ফুটে উঠছে শত শত জন্মের স্মৃতি
কার মুখ যেন ফুটে উঠছে
কোন শত্রু নাকি কোন খলনায়কের মুখোশ
এসবই মায়ার ভ্রমের মতো মনে হচ্ছে
আসলে যে এখন আমাকে
ইশারায় ডাকছে
সে আমার এতদিনের জমানো
এক বুক ভালোবাসার নিঃসঙ্গতা.....।