প্রহেলিকা, ২০২৩
Poems/কবিতা
আলস-বিলাসে
বীথি কর
তোমার বসনে উপচে পড়ে অতিরিক্ত প্রশ্রয়
আদরের পিঠে আদর রেখে কিছুটা বিনিময়,
সংখ্যালঘু মানুষের আবদার পরিচ্ছদের আঙ্গিকে
সময়ে -অসময়ে মৃদু বাতাস বয় বসন্তের আগমনে।
অনুভূতি, পাঁজর ঠেলে বাস করে গহীন বনে
যাঁর আঙুল ছুঁয়ে থাকে তৃপ্ত বাসনা আর গভীর রাত,
কখনো কি ভেবেছিলে এমন চোখে অশ্রু নামবে?
অসহ্য সুখে গড়িয়ে যাবে নীলাভ রাত আর জোছনা!
কথারা আজ বড়ো চঞ্চল কে আগে আর কে পরে
সময় কাটে না আর আলসেমির আড়াল ছুঁয়ে,
মধুর হোক কল্পনা শুধু তোমাকে দেখার টানে
ভালো আছি বলেই ভালোবাসি তারা নেমে আসে চোখে।