Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

অনুপম, ২০২৩

Poems/কবিতা

অনিকেত জ্বর

বিকাশ ভট্টাচার্য


অজস্র ধ্বনির ভিড়ে

তোমার আবাল্য পরিচিত মুখের স্হিরচিত্রটি

পাওয়া যাচ্ছে না 

 

তোমাকে খুঁজে পাব এই বিশ্বাসে

বারেবারে ছুটে গেছি অগ্নিমিছিলে,বনজ্যোৎস্নায়

ছুঁয়ে ছুঁয়ে দেখেছি আলোর শরীর 

ছায়াদের গাঢ ঘুম ভাঙাবার চেষ্টা করিনি

যেহেতু জেনে গেছি এরাও তো যমজ সন্তান 

অদম্য উৎসাহ আর সচ্ছল সন্ধানে খামতি রাখিনি

 

তোমার রাজমহিষী রূপের কাছে

মাথা নত করেছি চিরকাল 

বুকের অলিন্দে রাখা তোমার তৈলচিত্রটা

প্রতিদিন ঝেড়েপুঁছে টাঙানো আমার অভ্যেস

 

অথচ নিত্যপুজো পাওয়া তোমার ঐ আটপৌরে

দেবীজীবন ;এক আকাশ জ্যোৎস্নার মতো ব্যাপ্ত চরাচর

চমকে দেওয়া বনচ্ছায়াপথে জামদানি কারুকাজ 

চেনা শহরতলি যেমন প্রতিদিন অন্যরকম

 

তবু মননের অনিকেত জ্বরে 

আজও আমি শুশ্রূষাধীন

 

কবিরা সেকারণেই ঘন ঘন বইপাড়ায় যায়