অনুপম, ২০২৩
Poems/কবিতা
ফেরত
গৌরী সেনগুপ্ত
সেই তো প্রতিশ্রুতি যা ভেঙেছে নীরবতা
যেসব বাধা মুঠো ছিটিয়েছে বার্তা
তাদের চলার ঢেউ গমক তোলা আঁচ
যতই পিচ্ছিলতা তবু পাতাল ফুঁড়বে সমাজ ।
বুকের জমি ভেঙে যারা সত্যি খুঁড়ে তোলে
প্রতিহত পথই অবসাদ ভেঙে চলে
ধরিয়েছ যদি এই ছেঁড়া ভিক্ষার বস্তা
আকাশ থেকে নামিয়ে আনবে আগুন প্রবণতা ।
গঞ্জের বুকে ঠেলে রাখা সেই নরহরি চণ্ডাল
বানভাসিতে সেদিন সেই ধরেছে হাল
যেখানে জুটেছে দু-বেলা কালুমুদ্দিনের বরাত
চোখ খুলে দেখ সে সেখানে জীবন বুনছে অবাধ ।
অসহায় নীর বেরিয়ে যাচ্ছে স্বরে ও ব্যঞ্জনে
তোমার হাতে ছত্রিশ বল্লম
যত লাঞ্ছনা রাখছ ঠেলে নির্বোধ পাথারে
মানবজমিন হিসাব রাখছে ফিরাবে উত্তরে ।