অনুপম, ২০২৩
Poems/কবিতা
সেদিন একুশে
লোপামুদ্রা ভট্টাচার্য
সেদিন এপারে ছিল শিমুল -পলাশ
ওপারে কত না পড়ে ভাই-এর লাশ।
এপার -ওপার মিলে লালে মাখামাখি
পরম স্নেহে বলো কার কাছে দেখি
বাংলা ভাষাটি আজ আছে কত সুখে
এপারের অনাদরে রয়েছে সে দুঃখে
ওপার রেখেছে সুখে মা-এর ভাষাকে
আমরা পারিনি কেন আগলাতে বুকে?
সেদিন একুশে ছিল ভাষা মহারণ
এপারে এখনো গাঢ় নিদ্রামগন
সেদিন একুশে কত কেঁদেছে মায়েরা,
হারানো ছেলের শব খুঁজেছে ভাইয়েরা।
এ ভাষা চলে না কাজে ....হচ্ছে সরব
এপারে মা-এর মনে কত না গরব
পণ করি দুই পারে জুড়ে এক হই
ভালোবাসা দিয়ে আজ তাকে বাঁচাবই।।