অনুপম, ২০২৩
Poems/কবিতা
স্মৃতির নদী
খগেশ্বর দাস
স্মৃতির নদীতে ভেসে যাচ্ছে অসম্পূর্ণ ডায়ারিটা
মলাটে অস্পষ্ট কিছু ছায়া অবয়ব
দু-একটি রেখাবিন্দু ছাড়া
আর আছে অগ্রন্থিত সাদামাটা দিন
নিরানন্দের গোপন স্বরলিপি
শেকলের বিষণ্ণ বিধুর ।
সম্পর্কের স্পর্শগুলো বরফ শীতল
দৃষ্টির অদূরে ছায়া ছায়া বনের আঁধার
দু-চোখের পরিসরে অন্য কোনো ঠাঁই জানা নেই ।
অগাধ জলের অন্ধকারে অনির্দিষ্ট খোঁজা
বোঝা -না -বোঝার ছবি অর্ধনারীশ্বর
আপন কি পর স্রোতে একাকার
অসহায় ভেসে যাচ্ছে অবোধ কথারা ।