অনুপম, ২০২৩
Poems/কবিতা
নতুন বছর
নির্মলেন্দু শাখারু
নতুন বছর আসবে বলেই
রামধনু রং আকাশ নীলে--
হিসেব কষি ভালো থাকার
বন্ধু-স্বজন সবাই মিলে।
নতুন বছর আলোর দিনে
আবাহনীর বাজালো সুর,
আবার খুশি আসবে ফিরে
সেদিনটি আর নেই বহুদূর!
নতুন বছর সরলরেখা
সোজা পথে হাঁটাচলা,
নতুন মানেই ভাবনা নতুন
ভালোবাসার কথা বলা।
নতুন বছর বৈশাখী মন
চৈত্র শেষে আসবে জানি,
তার পরশে ঘুচবে আঁধার--
দুঃখ বিভেদ ক্লান্তি গ্লানি!