Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

অনুপম, ২০২৩

Poems/কবিতা

সংগ্রাম-অবিরাম

সজল শ্যাম


স্বাধীনতার পঁচাত্তোর বছর পরেও

দুঃখ -শোকের খেত খামারে

শুধুই বঞ্চনা আর হতাশা

অসহায় শরীরগুলো ক্ষোভে থর থর কাঁপে

নেই শাসন,শুধু স্বজন পোষণ এবং বিশ্বায়ন ,

চারিদিকে গ্রাম দখলের লড়াইয়ে নৈরাজ্য

নীল সাদা গেরুয়ার চোরাবালি

স্বপ্নহীন শস্যহীন বন্ধ্যা মাঠে মৃত্যু মিছিলে

ক্ষুধায় আহত বাংলার গ্রামগুলি

 

আবহাওয়ায় শুধু রক্ত ঝরা দিন,

গ্রাম সংগ্রামে তবু পথে পথে প্রতিবাদে প্রতিরোধে

রক্ত পতাকা উড্ডীন !

বৃক্ষলতা যেমন জড়িয়ে থাকে বৃক্ষের শরীর,

মাটিতে পা রেখে মাটির মানুষেরা

তেমনি আঁধার ভাঙতে ভাঙতে

ছিন্নভিন্ন আগুন  অন্তরে উপড়ে ফেলে

মিথ্যা প্রতিশ্রুতির সমস্ত প্রস্তর ফলক ,

সময় তাকিয়ে আছে অপলক!

সংগ্রামী সদিচ্ছার প্রাণোৎসবে ভুবন নমিতারা

প্রতীক্ষায় থাকে কখন লেখা হবে বর্ণময় জয়ের ইতিহাস।

 

পঞ্চায়েতের মেঠো পথে শুধুই নাটক সন্ত্রাসের নগ্ন শরীর,

লাঞ্ছিত গণতন্ত্রের দীর্ঘশ্বাস

দুৃ্র্বৃত্তরা দখল নেয় গ্রাম বাংলার মাটি ওআকাশ,

সাক্ষী থাকে খুন হওয়া যুবকের লাশ!

জাত ধর্মের কুৎসিত হাওয়া ঘুরপাক খায়

স্হানীয় সংবাদে,তবু মানুষ জেগে থাকে

প্রতিবাদে সংগ্রামে মিছিলে সমবেত  প্রতিরোধে