Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

অনুপম, ২০২৩

Poems/কবিতা

ফেরা

ভবানীশংকর চক্রবর্তী


এখানে রেখেছি সাহস  থরথর

কিশোর উষ্ণতা বিপ্লবী স্লোগান

চোরাস্রোত সরিয়েছে পললমৃত্তিকা

এই দাবদাহ জল বিভাজিকা

প্রত্যয়িত নকলের মতো সব

 

সবিস্তারে যাব না বলেই

দেয়ালে পিঠ জঠরের  ভিতরে আগুন - উল্লাস

বাচনিক  সন্ত্রাসে খেলা

ভয়ানক ঢুকে পড়ে আরও ভয়ানক

 

বিরতির পর

চন্দ্রচূড়ের ঘুম ভেঙে

তছনছ নৈর্ঋতের বাগান

ঈশানের উপাসনাঘর

বায়ু আর অগ্নিতে হাসাহাসি

 

চলো ফেরা যাক

সেই পুরাতন পাঠে

নতুন আলোর বিস্তার সেখানে

তারই ওপারে নদী

কলকল

 

জ্যোৎস্না ছুঁয়েছি দু-হাতে

এই  শূন্য মাঠে  এখনও হুহু হাওয়া