অনুপম, ২০২৩
Poems/কবিতা
পূর্বাভাস
সুতপা দেবনাথ
ওপারের ভাঙা ঘরের মধ্যে আজও পড়ে আছে
প্রপিতামহের ধোঁয়াটে আত্মা।মেঝে ভেঙে পড়ে গর্ত,
তারই মধ্যে বাস করে বিষধর গোখরো তার পরিবার
ধর্ম খেয়ে মেখে গ্রাস করেছে মগজশূন্য জনতা
লুটেপুটে খেয়ে ঢেঁকুর তুলে ঘুমিয়ে আছেন নেতা
আমরা ডিপ ফ্রিজারে বন্ধক রেখেছি বারুদ ও বিবেক
ভালোবাসেছি শুধু আগুনকেই
এপারে বিরহী পর্যন্ত চলে এসেছি।
বাস দাঁড়িয়ে আছে সামনে গাড়ির ঢেউ।
এই থেমে থাকা অসহ্য।
দূরে দূরে ফ্লাইওভার ,ছেড়ে আসা খয়রাবাডি
আজও টানে ,জানি খয়রাবাডি আমার বাসযোগ্য আর নেই,ধর্মের জিহ্বা চেটে চেটে পরিধি বাড়িয়ে চলছে। আমরা ছুটছি আর ছুটছি,একটু মুক্ত বাতাসের জন্য।
পূর্বাভাস ফলছে দিকে দিকে।