অনুপম, ২০২৩
Poems/কবিতা
একটা মানুষ
শিবানী পাঁজা
একটা মানুষ কত কিছু প্রয়োজনে লাগে
সবার আনাচেকানাচে ছড়িয়ে ছিটিয়ে ব্যবহার,
আপন অনুরাগে।
তোমার সমকক্ষ নয় বলে
যাকে করেছ কতবার উপেক্ষা;
তবু কত জীবনের জন্য বরাদ্দসেই মানুষটা,
সে তুমি জানো না।
তুমি সেই মানুষ হতে পারলে
কবির বাগানে মাথা তুলে দাঁড়ানো
ফুল ভরা করবী গাছটা ভিজবে বৃষ্টিতে অবিরাম
তুমি একবার সেই মানুষ হয়ে ওঠো না
যেখানে মানুষ যেন হয়ে ওঠে নিজেই নিজের নমুনা,
মানুষ যেন হয় মানুষের ঠিকানা!