অনুপম, ২০২৩
Poems/কবিতা
বাঁকাপদ্য
বিকাশ ভট্টাচার্য
ভুল কিছু দেখিনি নীলপেড়ে আঁচল
বকলমে পদ্মজা মুখে নীলাচল
স্মৃতি তার কবেকার লবঙ্গলতিকা
একদা মিষ্টান্নের আলো এখন মক্ষিকা
ভুল কিছু শুনিনি মসনদজীবীর
ঠিকানা মেঘবাড়ি, গাজনের শিবির
লক্ষ্মী সরস্বতী কোঁচরে ও কণ্ঠে
উপরে মৌনী গিরি রসাতল ভণ্ডের
ভুল কিছু বুঝিনি গৃহবাসী সড়কে
নব আনন্দে তিনি নিজ কর্মকারকে
অমৃতকলস ফাঁকা? কোথা মহাজন
চোরের মায়ের গলায় তারই আয়োজন
হাতেহাত ধ'রে চলে চোরে চোরে মিলকে
উর্দিরা শাসকের দেয় পিঠ চুলকে
সুজলাং সুফলাং মাতরম কই?
তোমার সন্তানেরা আজও উড়ো খই