Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

অনুপম, ২০২৩

Poems/কবিতা

একটি নিরুত্তর প্রশ্ন

জ্যোতির্ময় চক্রবর্তী


বহু তাপ-অনুতাপসিক্ত ছবি

জড়িয়ে সায়াহ্নের চৌকাঠে

পূরবী পথিক ; ক্লান্তির ছাপে

স্বপ্নিল ভাঁজ আদুরে রেখায়

সহসা বলে তাড়া নেই বাড়িয়ে

হাত ---

 

সুকোমল সময়ের ঋদ্ধ তাপস জানে দরিয়ার মাঝির বরাত।

 

হঠপ্রেম  হৃদয়  জুড়ে লালন যার ; আগুনে পোড়া দাগ তার

অপাপস্নাত ছায়াটুকু যার- ছোট হলেও সাধ্য সাধে নির্ভার

 

জীবনে কতটুকু পরমপ্রভায়

নিষ্পাপ হলে সাবলীল সফল সরণি ধরে সুপথিক হ ওয়া যায়

 

এই প্রশ্ন নিয়ে কালপুরুষ ও গভীর রাতে সামনে দাঁড়ায়।